শীতের শহর
... ঋষি
তুমি যতটা ভাবতে পারো দূরে
আমি তার থেকে আরও দূরে ,আরও দূরে ,
যেখানে বোবা কুয়াশা জানিয়ে দেয় একলা শীতের আভাস
সেখানে এই কবিতায় তুমি ছুঁয়ে থাকো
বলো ,এই তো এলি।
.
তোমার সাড়া পাওয়ার সব স্মৃতিচিন্হ আজ বোবা শহরের কথা বলে
কথা বলে পুতুলখেলা ,একলা বেলা ,
আমি তো আর বলতে পারি নি বরফের ঘর থেকে
আমি আছি ,সেখানে চলে আয়
বরং বলি
বেলা যায় ,ঠিক যেমন সময় চলে যায়।
.
আমি তো বলতে পারি বরফ সাহেবের মেয়ে
এটা গির্জা পাড়া না ,এটা সেই ঘড়ি না ,এটা সেই আলিঙ্গন কিংবা চুমু না
বরং আমি বলি
বুক দিয়ে ঘষতে থাকা সরীসৃপ আমি।
আমি সেই নোয়ার জাহাজের যাত্রী
যার ভাবনায় শুরুরা সব পিছন থেকে আমাকে ঠেলে ফেলে দেয়
কানে কানে বলে
আমি ইতিহাস ভালোবাসি
তবে ভালোবাসি না এই শীতের শহর।
No comments:
Post a Comment