তুমি ভাবতেই পারো সময়ের কবরস্থানে শুয়ে থাকা কফিন বদ্ধ কবিতারা শুধু তোমার জন্য লেখা ,
কিন্তু বিশ্বাস করো সেই কফিনে শুয়ে থাকা ঈশ্বরেরা জানে,
সময়ের মৃত্যু সংবাদ বয়ে আনে কবিতা
আর কবি শুধু সেই মৃত সময়ের সাক্ষী।
.... ঋষি
বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...
No comments:
Post a Comment