Monday, December 27, 2021

 


তুমি ভাবতেই পারো সময়ের কবরস্থানে  শুয়ে থাকা কফিন বদ্ধ কবিতারা শুধু তোমার জন্য লেখা ,

কিন্তু বিশ্বাস করো সেই কফিনে শুয়ে থাকা ঈশ্বরেরা জানে, 

সময়ের মৃত্যু সংবাদ বয়ে আনে কবিতা

আর কবি শুধু সেই মৃত সময়ের সাক্ষী। 

.... ঋষি 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...