তুমি ভাবতেই পারো সময়ের কবরস্থানে শুয়ে থাকা কফিন বদ্ধ কবিতারা শুধু তোমার জন্য লেখা ,
কিন্তু বিশ্বাস করো সেই কফিনে শুয়ে থাকা ঈশ্বরেরা জানে,
সময়ের মৃত্যু সংবাদ বয়ে আনে কবিতা
আর কবি শুধু সেই মৃত সময়ের সাক্ষী।
.... ঋষি
একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...
No comments:
Post a Comment