Saturday, December 11, 2021

অহংকারী



 অহংকারী 

... ঋষি 


জানি না কিসের অহংকার 

কোনো শীতের কুয়াশা ভরা সকালে মেয়েটার শরীরটা পাওয়া গেলো ঝুলন্ত অবস্থায় 

আমি তার পা দুটো দেখেছি 

তার পায়ে  গৃহস্থ আলতা,সুখের নুপুর  ,সুখের বিনিময় সময়ের সুখ 

তবে মেয়েটার মুখে তখন এক স্নিগ্ধ হাসি। 

.

জানি না কিসের  অহংকার

আমি না চাইতেও লিখে ফেলছি এই কবিতায়  অদ্ভুত দুঃখে 

ঠিক সেই সময় অন্য একটা মেয়ে নেতাজী সুভাষ বন্দর থেকে ইউরোপের ফ্লাইট ধরে ,

এই মেয়েটা আর সেই মেয়েটার মধ্যে কোনো তফাৎ নেই 

তবে লক্ষ্য করে দেখেছি 

এর পরনে জিন্স ,গেঞ্জি ,মুখে  সেই স্মিত হাসি। 

.

প্লেনটা সকালের কুয়াশা ছেড়ে মিশে যাচ্ছে 

আমি অবাক হচ্ছি  জীবন আর মরণের তফাতে 

আমি অবাক হচ্ছি একই সকাল ,একই দিন ,একই গতি পৃথিবীর 

কিন্তু সময়ের যাত্রাগুলো কত আলাদা ,

কেউ দুঃখ ছুঁয়ে অহংকারী 

কেউ সুখ ছুঁয়ে 

অথচ জীবন শব্দটা ঝুলন্ত মৃতদেহের মতো নিরুত্তর 

কি 

কেন 

এই কারণগুলো বড় চঞ্চল মেয়েগুলোর হাসির কাছে। 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...