Thursday, December 2, 2021

ক্লারিফিকেশন

 ক্লারিফিকেশন 

... ঋষি 


খুব স্নিগ্ধতায় ছুঁয়ে দিয়েছি সত্যিগুলো মিথ্যে করে 

খুব আদরে খুন করেছি মিথ্যেগুলো সত্যির মতো। 

আমার এক হাত আজ কাটা গেছে বহুদিন দিন 

তবুও দেখা আছে 

যে হাতে আছে তুমি মুষ্টিবদ্ধ অভিমান। 

.

ছুঁয়ে শেষ পাতার আয়নায় মিলে সুর মেরা তুমহারা 

ছুঁয়ে শেষ রৌদ্রে অছিলায় আগুন লাগানো প্রাণে 

রবীন্দ্রসংগীত নয় 

এই দেশে বিহারীরা বলে 

সুরজ অস্ত নেপাল মস্ত। 

.

ক্ল্যারিফিকেশন দরকার 

আমার বিড়িতে পোড়া ঠোঁটে লেগে আছে ঈশ্বরী ঠোঁট 

যোগ্যতা দরকার 

আমার কলমের থেকে যোগ্য এই জামানা না। 

হিসেব করে দেখতে পারেন 

কবিরা মরে খালি পেটে 

কিন্তু কবিদের বুকের হাঁড়িতে অনেকটা জীবন সেদ্ধ হয় 

সত্যি করে বললে অনুবাদে নোনা ধুলো শখ জ্বালা করে 

কবিরা সত্যি বাঁচে 

তাই না খেতে পেয়ে মরে। 


No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...