Saturday, December 18, 2021

এইসা দিন নেহি রেহেগা

 এইসা দিন নেহি রেহেগা 

... ঋষি 


আমার হৃদপিন্ডে মাটি চাপা দেওয়া প্রেম প্রেতাত্মার মতো 

শহরে ফুটপাথে পরে থাকা ভাঙা চায়ের ভাঁড়ের মতো 

নাড়িছেঁড়া অধিকার ,সময়ের প্রতিবন্ধকতা 

নিয়মের অধিকার 

ক্রাচ ভর করে এক বৃদ্ধ রোজ দাঁড়িয়ে থাকে ফুটপাথের পাশে 

তোমরা তাকে ভিখিরী বলো 

আমি বলি সভ্যতার অভিশাপ। 

.

আমার নেশাসক্ত হৃদয়ের বাতায়নে প্রেম একটা মাদারির বাঁদরের মতো 

আমার শহরের দরজায় সে পরিত্যক্ত সবুজের অভিযান খোঁজে ,

খোঁজে আত্মা ,খোঁজে স্বপ্ন 

ক্রমাগত পরাজয় ,

কত অহংকারী রাজকুমারীর ঘুম ভেঙে যায় স্বপ্নে 

কিন্তু তারাও জানে এই দিয়ে শুধু কবিতা হয় ,নারীজন্ম সার্থক নয় 

শুধু সময়  হাসতে পারে নিজের মতো করে মুখ ভেঙচে এই সময়  

বলতেই পারে সভ্যতার অভিশাপ। 

.

যে বক সময়ের দুয়ারে নেমে এসেছিল সাগরে অনবদ্য খিদেতে 

সেই সিন্ধুসারক 

আজ নিজের অভিমানে অধিকারগ্রস্থ ,

সময়ের অধিকার 

ক্রাচ ভর  করে যে বৃদ্ধ রোজ ফুটপাথে দাঁড়ায় একা 

তাকে কোনো দিন বলা হয় নি 

এইসা দিন নেহি রেহেগা।  

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...