Sunday, December 5, 2021

অভিশাপ

 


অভিশাপ 

... ঋষি 


হুহু করে আসছে এই পৃথিবীতে মানুষ 

    ভাবি কার - অভিশাপ !

হু হু করে কমে যাচ্চে শৈশব রোজ একটু একটু করে 

ভাবি কার জন্য ?

রোজ তো আর এক শালিখ দেখি নি আমি 

রোজ তো আর আমার হাতের তালুতে অন্ধকার ভর  করে না। 

.

ভাবি একবার রাজসূয় যজ্ঞ করবো 

ভাবি একবার হোম ,বেদপাঠ ,শান্তি ,সামগান ,উপনিষদ করাবো ,

ভাবি কিসের জন্য বেড়ে চলেছে পৃথিবীতে পাপ 

কিসের জন্য মানুষের থেকে ক্রমশ বাড়ছে সম্পর্কের দূরত্ব ,

খুলে ফেলি হিসেবের খাতা 

দেখি খাতার প্রতি পাতায় কাটাকুটি ,,,,শুধুই কারণ। 

.

হুহু করে আমি তিলেতিলে এগিয়ে চলেছি মৃত্যুর দিকে 

        ভাবি কার দোষ  ?

চারিদিকে আজকাল মধ্যবয়সী অকালবার্ধক্যের ভিড় 

কাশফুল নেই 

        তাই অপুদুর্গার চোখে লেগে নেই দুরন্ত খোঁজ ,

কোনো লজ্জা নেই এই পৃথিবীতে 

         তাই শৈশবের কাছে কোনো দরজা নেই। 

শিশু আনতে হবে 

শৈশব ফিরিয়ে আনতে হবে 

টেস্টটিউব কিংবা ফ্যালোপিয়ানে ,কিন্তু কে হবে পিতা ?

কে হবে মাতা ?

পৃথিবীর সংবিধানে সত্যি এমন কোনো মানুষ নেই। 

  


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...