বাজার
... ঋষি
কে বলেছে তুমি রাজপুরুষ ?
তুমি সাধারণ ,জনগণ , ,
তোমার সোনার চাকা লাগানো ঘোড়া নেই
নেই তোমার চাকচিক্য
তোমাকে কেউ কিছু ফ্রীতে কিছুই দেবে না
এ জগতে ফ্রীতে পায় একমাত্র রাজপুরুষ কিংবা ব্যবসায়ী।
.
তুমি থলে নিয়ে বাজারে
চেয়ে আছো মাংসের দোকানে মুরগির দিকে
ভাবলে একবার
পেঁয়াজের দাম ,লংকা ,মশলা ,তেল ,উরিব্বাবা
আজ থাক
মাসের শেষ।
.
এইবার তুমি বাজারের মাঝখানে
তোমার পৃথিবীতে যদিও এইবার ভালো বৃষ্টি ,ভালো ফসল
কিন্তু কেউ যেন তোমার চোখদুটো বেঁধে দিলো
কেউ তোমার ডানা দুটো চেপে ধরলো
চোখের সামনে অন্ধকার
এইবার শুধু একটা পোঁচ ,তারপর আবার
পথ ,ঘাট ,রাস্তা সব ভেসে যাচ্ছে রক্তে
অথচ অফিসের দেরী হচ্ছে
ফিরতে হবে
তুমি খুব সামান্য আনাচ কুঁড়িয়ে বাড়ি ফিরলে
দুঃখ পেয়ো না তুমি বা তোমরা
কাল আবারও তুমি বাজারে যাবে,আরেকবার বাঁচতে ভয় পাবে ।
No comments:
Post a Comment