এই সভ্যতার মাকে
... ঋষি
আমি আমার ছায়াকে নিয়ে ভালো আছি
কিন্তু একটা প্রশ্ন থেকে যায় সময়ের কাছে ,সভ্যতার কাছে
আমাদের কি এমনি হওয়ার কথা ছিল ?
ভরা গ্রীষ্মে একলা উত্তাপে আগুনের সাথে পুড়ে যাওয়ার
ভরা বর্ষায় পোয়াতি নদীর কাছে একলা ভেজার
কিংবা শীতের শুকনো পাতার মত একলা রাস্তায় বাঁচতে শেখার।
.
প্রশ্ন অজস্র
উত্তর শুধুই একটা রাস্তা,
মাঝে মাঝে মনে হয় মানুষে বেঁচে থাকাটা একটা রাস্তা ,
সে পাহাড়ি ঢালে চা বাগানের মতো হোক কিংবা মরুভূমির ক্যাকটাসের মতো ,
কোথায় জীবন তো কোনোদিন একবারও ভাবে নি
প্রতিটা ঋতুবদলে সময়ের ধাতে মানুষের সবটা দরকার।
.
অনবদ্য ছন্দের তালে মানুষের জীবনের ঋতুবদল
সময়ের তালে মানুষের গভীরে শুয়ে থাকা মানুষের ঘুম ভাঙে
ঘুম ভাঙে সভ্যতার ভিতে না চাইতে একলা জন্মাতে চাওয়া সন্তানের
সে কাঁদতে থাকে
সে খুঁজতে থাকে এই সভ্যতার মাকে ,
সভ্যতার ঠোঁটে তখন বেশ্যার লাল ঠোঁটের হাসি
মুখে নিয়মের মুখোশ।
আসলে মানুষের শরীর স্পর্শ খোঁজে
আর স্পর্শরা খোঁজে মন
আর মন খোঁজে একটা সহজ সরল জীবন নিয়মের শহরে
আর সে মন যদি বিবাগী হয় তবে সে বাউল
আর যদি ঈশ্বরমুখী তবে তা অপেক্ষার ।
No comments:
Post a Comment