মেরি ক্রিসমাস
... ঋষি
বউটুপি পরে শীত জাকিয়ে বসলো এই শহরে
এসে পড়লে যিশুখ্রিস্ট যথারীতি নিজের সত্বায় মানুষের খুশি নিয়ে
সকলে হাসছে ,কেক কাটছে
দূরে ফার গাছে ,পাইন বনে দুলছে সোনালী ঘন্টা
আওয়াজ পাচ্ছে সারা শহর
আজকের উৎসব মুখর দিনরাতে।
.
সেন্ট নিকোলাসও বেরিয়ে পড়েছেন ঘোড়ার রথে
ছুটে চলেছেন শিশুদের মনে নিজের সত্বায়
উনি এসেছেন উপহার নিয়ে
উনি এসেছেন খুশি নিয়ে এই শহরে ,
সারা শহর আজ খুশির ঝর্ণায় ভেসে চলেছে আলোতে
ভালো লাগছে ভাবতে আমিও এদের একজন।
.
আজ জানতে ইচ্ছে হচ্ছে কেমন আছে মানুষ
আজ জানতে ইচ্ছে করছে কেমন আছে চলন্তিকা
উৎসবমোহিত এই শহরের প্রতিটা কোনা আজ আলোয় ভাসবে তো
তোমার মতো আরো চলন্তিকা আজ খুশিতে থাকবে তো ?
খুশিতে থাকবে তো এই শহরের ফুটপাথ ,এই শহরে অধিকারগুলো
খুশিতে থাকবে ধর্ষিতা মৃত ফরিদার মা ,চাকরি চলে যাওয়া অম্লান
কিংবা সেই পাকসার্কাসে দাঁড়ানো বৃদ্ধা ভিখিরিনী ,
প্লিজ আপনারা ভাববেন না
আমিও ভাববো না
বরং আমি আপনাদের বলবো মেরি ক্রিসমাস
পিকনিক করুন ,উদযাপন করুন,ছবি তুলুন
অবশ্যই স্মৃতি ধরে রাখতে হবে জীবনের সেলফিতে
কিন্তু কি জানেন মানুষ ছাড়া মানুষের সেলফিটা শুধু স্বার্থের
সেখানে আনন্দ থাকে না
থাকে শুধু অমানবিকতা ।
No comments:
Post a Comment