Saturday, December 25, 2021

শব্দ



 শব্দ 

... ঋষি 


আমি একবার চারিদিকে তাকাই , চারিদিকে এতো শব্দ  


তারপর তাকাই নিজের ভিতর 


নিজের গভীরে কোথাও প্রস্তরযুগ খুলে বসে থাকে ইতিহাস 


সেখানে শব্দ নেই ,সেখানে শুধু পাথরে ভাষা।  


পাথরের পর পাথর ,তারপর আরও 


হাতের নখ দিয়ে আঁচড়ে শিহরিত হয়


এও যে ভাষা। 


.


আমার নখের ডগায় আটকে যাচ্ছে মানুষ থেকে বাইসন 


আমার নখের রক্তে ভেসে যাচ্ছে কাঁটাতার ,পরাধীনতার ভাষা 


মানুষ কত শব্দবহুল ,কত নিঃশব্দ মানুষ। 


আত্মা বলে যদি কিছু থাকে তাও জমাট বেঁধে ফসিল হতে চায় 


প্রাগৈতিহাসিক হিসেবে মানুষ খুঁজছি 


খুঁজছি শব্দ 


শুধু লিখবো বলে মানুষের ইতিহাস। 


.


অনেক অনেক যযাতি শুয়ে থাকে কবিতার রক্তে 


হাজারো মানুষের শব্দ ,প্রকৃতির শব্দ ,কান পেতে শোনো 


অন্ধকারও যে কথা বলে আজকাল 


সে কথায় কেমন প্রশান্তি ,


বিশ্বাস করো  কবিরাই পারে মানুষের শব্দে মানুষ লিখতে 

কবিতাই পারে নিশব্দে মানুষ বলতে। 


কবিরাই পারে সময়ের মানুষের দুঃখে মানুষ লিখতে 


কবিরাই পারে প্রকৃতির শব্দে সঙ্গম লিখতে 


সে যে শব্দ সুর 


শব্দের প্রকান্ড বিশ্বাস ,ঈশ্বরে নিশ্বাস 


আর কবিরাই শব্দকে ইতিহাস করে। 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...