Saturday, November 1, 2014

rishi026@gmail.com

স্মৃতির হাতছানি
..................... ঋষি

আরো কাছে যাও ,আরো কাছে
নিমেষে মিশে যাওয়া আঘাতগুলো স্মৃতি হয়ে গেছে।
যারা স্মৃতি হয়ে গেছে
তাদের আরো গভীর কোথাও আমার ক্লেদাক্ত হৃদয়।
একলা দাঁড়িয়ে
দূর থেকে নিভে যাওয়া আলোয় নোনা স্পর্শ।

আঁচড়ে,কামড়ে ,দুমড়ে ,মুচড়ে
অসংখ্য বাদাম খোসা ছড়িয়ে ফুটপাথে।
ইতি ,উতি সময়ের কাঠবেড়ালি মরনত্মক খিদে
খুব খিদে হৃদয় দেওয়ালে।
কাঠবেড়ালি,কাঠবেড়ালি বাদাম তুমি খাও
তবে পিছনে ফিরে যাও
আরো পিছনে যেখানে শুরুর সমাপ্তি।

আরো কাছে যাও ,আরো কাছে
নিমেষে হারিয়ে যাওয়া শূন্য আঙ্গুলে সময়ের হাতিয়ার।
যারা জীবনে রয়ে গেছে
তাদেরকে সরিয়ে স্মৃতির মতো কিছু আঁকড়ে ধরে।
একা দাঁড়িয়ে
দূরের বলাকায় রাখা অজস্র স্মৃতির হাতছানি।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...