Wednesday, June 3, 2015

উমরাওজানের স্বপ্ন

উমরাওজানের স্বপ্ন
.................... ঋষি
====================================================
ইন্দ্রপুরিতে শোরগোল
মর্ডান উমরাওজান  তার নুপুর হারিয়েছে।
নিজের নখের নেলপালিশ খুলে বুকের বালিশগুলো রৌদ্রে শুকোচ্ছে
সময়ের প্রকোপ চামড়ায় ভাঁজ।
সুন্দর সে যে চোখের জ্যাব জ্যাবে আগুনে লাগা কামনা
শোভনীয়তা গৃহিনীর সাজে।
বদলায় না পান্তাভাতে লঙ্কা নুন আর বাসি মাছভাজা
আর চারদেওয়ালে স্বপ্ন গুলো পচা ডাস্টবিনে দুর্গন্ধ।

ইন্দ্র প্রতাপী পুরুষ, দেশ ছাড়া করেন উমরাওকে
একজন গুটিয়ে যাওয়া অপ্সরী মাটির পৃথিবীতে।
স্বপ্ন ছিল একটা সংসার ,একজন প্রেমিক পুরুষ ,সন্তান
স্বপ্ন ছিল নগ্ন বুকে নুপুরের তালে খুঁজতে চাওয়া নিজেকে।
নুপুর হারিয়েছে ,বুকের বালিশে ইউসড তকমা
আর শরীরের ভাঁজে হারানো লাবন্যের নাম অভাব।
হাসছে ইন্দ্র আর অভাবী উমরাও  ফিরতে চাইছে ছেলেবেলায়
যেখান থেকে বিয়ের নামে প্রহসন।
বিক্রি শরীর বেশ্যা বলয়ে পুরুষের ভোগী দৃষ্টিতে
তারপর ক্রমশ যোনি সর্বস্ব নারী ইউসড শুধু শরীরে।
ফুরিয়ে গেল গল্পটা
আজ স্বর্গচ্যুত উমরাও হাজারো শহরে।

ইন্দ্রপুরিতে শোরগোল
চিরকালীন চির যৌবনের আপ্লুত যজ্ঞের শিখা।
পুড়ছে  শরীর ,পুড়ছে সময় ,পুড়ছে নিত্য অন্ধকার আগুনে
নুপুর পরা উমরাওরা গেয়ে চলেছে অবিরত।
দিল চিজ ক্যায়া হ্যা ,আপ মেরি যান লিজিয়ে ,বস একবার .......
সেই একবার আর ফিরে আসে না।
যারা আসে তারা শুধু যন্ত্র ,হৃদয়  বুঝেছিল উমরাওর কিন্তু সময় একই
বলে না কখনো উমরাও তোদের স্বপ্ন দেখতে নেই ,স্বপ্ন বাসি চাদরে বদলায়।


No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...