Thursday, June 18, 2015

হৃদয় একোরিয়াম

হৃদয় একোরিয়াম
................. ঋষি
========================================
হ্যাঁ রে মাছ,
বুদবুদ নিয়ে স্বপ্নের ভেতর কি করিস তুই।
চারিদিকে পেতে থাকা জলতরঙ্গ
শব্দরা সব প্রেমিক ঋতুর মতন ছড়ানো  স্তব্ধতা।
কি করিস, একা একা ,এখানে ওখানে
আদরে ,মোহে ,প্রেম ,অদ্ভূত স্বত্বায়।

চারদিকে রেস্তোরাঁর বেহালা বাজে
নেশার গ্লাসে প্রতি চুমুকে ঝরতে থাকে ঝরনা।
ভিক্ষাপাত্রে চ্যাপ্টা আলো নিয়ে ঝনঝন করে হৃদয়ের ফাঁকে
একমুঠো  স্বপ্নের জ্যোত্স্না।
সাজানো  একোরিয়ামে একলা তুই হৃদয় মাঝে
আমার নেশার গ্লাসে।
ঠিক যেন জলপরী সেই ম্যাজিক কন্যা
কি করিস তুই একলা রাতে আমার মাঝে।

হ্যাঁ রে মাছ,
বুদবুদ নিয়ে স্বপ্নের ভেতর কি করিস তুই।
চারিদিকে আদুল হাওয়ায়  লুকোনো নেশা তুই
শব্দরা সব তোকে ঘিরে আমার হৃদয়ের প্রবল ঢেউ।
কি  করিস একা একা ভেসে বেড়াস
আমার চেতনায় আমার ভালো থাকায় আমার প্রেমে। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...