Wednesday, June 3, 2015

পৌরুষ ও নারী

পৌরুষ ও নারী
................... ঋষি
==============================================
আঙুলে আঁশের গন্ধ ,শারীরিক মাছ চালান হচ্ছে বর্ডারে
ফেউ ধরে শেয়ালের এই রায় সকলের।
পৌরুষের সাথে নারী স্বত্বার এক অন্তর নিহিত আত্মা চিরকালীন
শৈশব থেকে ছায়ার মতন পুরুষের সাথে নারী।
রুপান্তরিত হয় সম্পর্ক
যেমন বর্ষার নদীতে জোয়ার আসে অন্তস্বত্বা নারীর মতন।

ধর্ষক আর সঙ্গমের তফাৎ একটা থেকে যায়
যেমন সব পুরুষ ধর্ষক নয়।
তেমনি নারীরাও সবসময় ধর্ষিত নয়
যেমন গান থাকলেই, রেডিও থাকবে চিরকাল।
ঠিক তেমনি  চুরি ধাওয়া হতে হতে, কখন যেন সঙ্গম হয়ে যায়
ফুল ফোঁটে গাছ হয় অমরত্বের ছোঁয়া পৃথিবীর সবুজ প্রান্তরে।
কিন্তু কখনো কখনো নরম ফুলগুলো বিদীর্ণ হয় আসুরিক আত্মায়
যেখানে পৃথিবী যোনিময়, .
আর প্রেম রাস্তার সস্তার ভাঁড়ের মতন উপস্থিত।
আমার কবিতার বিতর্কিত এখানে তবে ফেউ ধরা শেয়ালের রায়ে
পূর্নিমার চাঁদ সর্বদা প্রেম ময় হয়।


এরপর আলো জ্বলে ওঠে অন্ধকার সভ্যতার গলিতে
বর্ডারে শরীরের মাছগুলো লাফাতে থেকে ডিঙ্গি নৌকোর ছায়ের উপরে।
অপাড়ে জ্বলতে থাকে শরীরের খিদে পৌরুষের শিরায়
এপাড়ে চিরকালীন প্রেম হৃদয়ের কল্পনায়।
মাঝখানে কোমল নদী বয়ে চলে সভ্যতার অহংকারে
নারী যেখানে আদুরে  প্রেমে জোয়ারের পূর্নিমার চাঁদ আকাশে।   

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...