Friday, June 5, 2015

নগ্ন অস্তিত্ব

নগ্ন অস্তিত্ব
................ ঋষি
===========================================
একটু আলগা করে ভেজানো ছিল দরজাটা
তুমুল বৈশাখী আগুনে খুলে গেলো মুহুর্তদের আস্ফালন
দুকুল ছাপিয়ে আছড়ে পড়লো ঢেউ
বিশাল  আকারে দূরত্ব ছিটকে পরলো একলা পৃথিবীতে
মাটি এখনো সরে যায়
পার এখনো ভেঙ্গে যায় নি
এপার ,অপার  আরো দূরে ,বহু দূরে পারাপার

মধ্যবত্তি সেতুটা যখন টলছিল
ঠিক তখনি ভূমিকম্প এলো একলা পৃথিবীর মাটিতে।
শহরের সমস্ত সত্বায় প্রেম দাঁড়িয়ে ছিল একা
খোলা বিকিনির মত সস্তা দরজা নয়।
কিংবা খোলা পৃথিবীর আলোতে ইনবক্স চ্যাট নয়
সময় বড় নগ্ন এই সময়।
আমি দাঁড়িয়ে একা তোর থেকে দূরে
শরীরের বিষাক্ততায় লুকিয়ে ঘুন  পোকা কুঁড়ে কুঁড়ে খায়।
না এ হয় না
তোকে আমি ছাড়া কেউ ছুঁতে পারে না।
নিজস্ব সত্বায় ,নিজস্ব অবমাননায় ,নিজস্ব রক্ত বিন্দুতে
কেউ তোকে নগ্ন দেখতে পারে না।

একটু আলগা করে ভেজানো ছিল দরজাটা
তুমুল বিস্ফোরণে উড়ে গেল তোর বুকের কাপড়।
কেউ হাত রাখছে  তোর বুকে
কেউ ঠোঁট রাখছে তোর নাভিতে।
আমি নামছি নিচে ,আরো নিচে গভীর জঙ্গল জমানো শুকনো কাঠ
না আমি আর পুড়তে পারছি না,
না সত্যি বলছি নিজেকে আর জীবিত রাখতে পারছি না। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...