Sunday, June 7, 2015

মানুষ কাঁদছে এখানে

মানুষ কাঁদছে এখানে
............. ঋষি
=====================================================
শীত করছে।গায়ে একটা সুইচ-অফ স্বপ্ন
সামনে মরুভূমি।
যে তৃষ্ণার খোঁজে অন্ধকারে খুন হলে তুমি
সারা গায়ে পিস্তলের রেকর্ডিং করা বারুদের শব্দগুলো সাটা।
ক্ষতবিক্ষত খিদেগুলো শুয়ে আছে তৃষ্ণা মেখে
সানগ্লাস ছাড়া মাটির পৃথিবীতে
বাড়তে থাকা তাপমাত্রে ,,,,,মানুষ কাঁদছে ।

আমাকে রঙিন লাগছে?  ........... খিদে
আমাকে ভেলকি লাগছে না-তো?............ম্যানড্রেড ম্যাজিসিয়ান কই।
একদল শিশু জন্মের ক্ষেত মেখে নাচছে। ..........বোবা
একদল জন্ম বেজন্মা পৃথিবীতে বাড়ছে। ........... বোবা।
ধারাবাহিক সিরিয়ালের মতো ছুটে আসছে। ........এক গাদা বুলেট
  ...................... লহমার বাঁচা। ....................জীবন্ত শোক।
জানো সেই  সবুজ  পেরিয়ে।........... জানো সব জন্ম পেরিয়ে
নাভিকে সবাই ঠকায়, জন্ম দেবে  ব’লে। .......... অন্ধকার।
ভিতরে আসার পথে, তুমি হাসছো আলো। ...........হাসিতে স্বাদ রক্তের
ক্ষমা চাইতে গিয়ে একটা জন্ম চেয়ে ফেললাম। .......আলো আলো।

শীত করছে।গায়ে একটা সুইচ-অফ স্বপ্ন
সামনে লম্বা পথ।
যে বাঁচার খোঁজে অন্ধকারকে জড়িয়ে ধরলে তুমি
সারা গায়ে বুলেটের অসংখ্য ছেদ শুনতে পারছো মানুষ কাঁদছে।
শৈশব ,যৌবন ,উঁচু নিচু চামড়ার বয়সরা ক্রমাগত কাঁদছে
খুন হলে তুমি অন্ধকার সাজানো পৃথিবীর মায়ায় ,
সানগ্লাস পরছো আজকাল তুমি। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...