Thursday, June 25, 2015

অমরত্ব চায়

অমরত্ব চায়
........... ঋষি
======================================
নালিকার বহুমাত্রিক ভিতরে কে যেন জন্ম এঁকে দেয়
সমুদ্রের প্রসারিত বাহুতে হৃদয় স্পর্শ।
হওয়ায় চুম্বন করতে করতে রাত্রি এগোয়
খোলা চোখ - না উৎস না মোহ না  অবাক-অন্ধকার।
ঝুঁকে থাকে ... মুখের উপর আলোর ঝরনা
এসময় অহম খসে গিয়ে অমরত্ব চায়।

দুনিয়ার সব স্বাদ স্তন ও জিভের আলাপচারিতায়  
লেগে থাকে প্রাচীন জমানো  স্নেহ।
আলো  আঁধারি অদ্ভূত মোহে
অস্তিত্ব বদল হয় ,স্পর্শরা  রঙিন রুপোলি দরগায়।
আজানের শব্দ শোনা যায়
সদ্য ফোটা  আলো  চোখের পাতায়।
সদ্য স্পন্দন ছুঁয়ে থাকে অদ্ভূত অহংকারে
অহংকার তোমায়  মানায়  না প্রেম
নিত্য হও  অনিত্যের পথে বাউলের গান।
বুকের উপর আদররা  শুয়ে থাকে সবুজের মাঝে শিশির হয়ে
আর আলো  ফুটতে থাকে জীবনে প্রথম সূর্য।

নালিকার বহুমাত্রিক ভিতরে কে যেন জন্ম এঁকে দেয়
সমুদ্রের নোনতা হাওয়ায়  চুমু খায়  বেহায়া রৌদ্র।
রৌদ্রে আগুন ঝলসাতে ঝলসাতে সামনে দাঁড়ানো আয়না
আমি দাঁড়িয়ে আছি আয়নার সামনে।
অনেক ছুঁয়েও ছোঁয়া হয় না দুদণ্ড ইমারত
আর দরগায় প্রার্থনা করে স্বপ্নরা এমনি। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...