Wednesday, June 17, 2015

এই বেঁচে থাকায়

এই বেঁচে থাকায়
......... ঋষি
============================================

জীবন যেখানে এক ঝাঁক রৌদ্র
বৃষ্টি  ভেজা দিনে অসংখ্য  টানাপোড়েনের ভিড় ।
সেখানে সমুদ্র  বলতে  একচিলতে আকাশ খোলা জানলার পাশে
আকাশ  ছোঁয়া  দূরত্ব ।
সবাই আকাশ ধরতে  চায় 
শহরের বৃষ্টি দিনে জমতে থাকা আবর্জনা খোলা রাস্তার উপর
সবাই ভালবাসতে চাই এক চিলতে  আকাশ ।

নিঃশ্বাস দরকার বেঁচে থাকার তৃষ্ণা
জীবন যেখানে  উড়তে  থাকা মরুভূমির ধুলি ঝড় ।
দিগন্ত  পেড়িয়ে দূরত্বের মাদুরে  রাখা অসংখ্য স্পন্দন
ভাসতে থাকা আলাদিনের মাদুর ইছহার উপররে ভারি চোখের পর্দা ।
হাসছে দেখো জীবন
হাসতে যে হয় সার্কাসের রুপোলী ট্রাকে  ।
রোদ  ঝলমলে  মুখগুলো কাঁদতে যে হয় অনিহার কান্না
সাবুকিছু হিসেব মাফিক নয় ।
সবকিছু জীবিত  কার্পণ্য নয়
সামিজিক হৃদপিণ্ডের  মেলবন্ধনে জমতে থাকা হিসেবনিকেশ
এই বেঁচে থাকা ।

জীবন যেখানে এক ঝাঁক রৌদ্র
উষ্ণ  বিছানার চাদরে লুকনো  চাপা কান্না ।
বিষণ্ণ শৈশব ছেলেখেলা জীবনের মানে জীবনের সাথে
অজ্যাত ভবিষ্যৎ শুয়ে থাকা চেতনার মানে ।
বদলানো দিন সময়ের সাথে
বেঁচে তো আছি সকলে এক আকাশের নিচে
তবু কেন জানি সবাই আকাশ ধরতে চাই এই  বেঁচে থাকায় ।


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...