Saturday, June 6, 2015

ভালোবাসি তোকে

ভালোবাসি তোকে
..................... ঋষি
=============================================

এই কথাটি বলে যায় বারংবার তোকে
দিন ফুরোবে ,ফুরিয়ে যাক ,সময় শেষে আবার আমি।
এই কথাটি বলবো
ভালোবাসি ভীষণ ভালোবাসি তোকে।

আকাশ থেকে বৃষ্টি নামুক
ডুবে যাক সমস্ত পথঘাট ,নদী নালা নর্দমায় সম্পূর্ণতা ছড়াক।
পায়ের পাতাগুলো  ডুবে যাক নোংরা জলে
ছাতা থাক আর না থাক ,আমি ভিজি ,তুই ভেজ।
যে কোনো সময় ভিজে আমি তুমি মিশে পাশাপাশি হেঁটে যায়
কিংবা ধর রাত্রির শেষ লোকালের কামরায়।
দুরত্বের দৌরাত্ম মুড়ে
মুখোমুখি আমি তুই খোলা জানলার পাশে।
উড়ে যাচ্ছে তোর কপালের চুল ,চোখের তারায় তোর নিস্তব্ধ আমি
চুপি চুপি কানে কানে বলবো
ভালোবাসি তোকে।

এই কথাটি তোকে বারংবার বলবো
যতদিন বেঁচে আছি আমি ,আমার প্রতি রোমকূপে শিরশিরে তুই।
উপস্থিত মুহুর্তদের ভিড়ে হয়তো কোথাও অনেক দূরে
চেনা সাইরেন ভালোবাসি তোকে। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...