Friday, June 12, 2015

তথাস্তু বৃষ্টি

তথাস্তু  বৃষ্টি
,,,,,,,,,,, ঋষি
======================================
উহ্য থাকা মানে নিরন্তর রৌদ্র
তুষ্ট ,তুষ্ট ,তুষ্ট।
বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকা বৃষ্টি
দরজা খোলা ,জানলা খোলা ,সিলিঙের ভিজে মানচিত্রে।
আছড়ে পড়তে থাকা নোনতা জল
তথাস্তু তোমাকে বৃষ্টি।

অথচ ক্ষমা  করবেন
নিজেকে বদলে ফেলে ,ঠিকানা বদলাতে  পারবোনা।
এখানে একটা ভয়েস কলের জন্য বিক্রি হতে পারবো না
একরাশ ঠান্ডা আলপিন।
বেলুন ফুরিয়ে যাওয়া একটা জমাট গ্রীষ্ম দুপুরের তাতে
সময়কে নিয়ন্ত্রণ করতে পারবো না।
পারবো পড়তে নীল বর্ষাতি আকাশের স্বপ্ন  ধরে
হারিয়ে যাওয়া সময়ে যাযাবর পৃথিবীর পাখি,
সবকিছু ফাঁকি ,মিথ্যে ডাকাডাকি।
তিনি শুনছেন না ঈশ্বর
দরজায় দাঁড়িয়ে  মুদ্রার দুপিঠে নিজেকে কোথাও
তিনি দেখতে পারছেন না।

উহ্য থাকা মানে নিরন্তর রৌদ্র
তুষ্ট ,তুষ্ট ,তুষ্ট।
বারন্দার রেলিঙে দাঁড়িয়ে থাকা  বৃষ্টি আকাশ দেখতে চায়
এসময় ,অসময় ,কিছুক্ষণ ,কতক্ষণ একটু স্যাতস্যাতে ভিজে ভাব।
চিরকালীন বর্ষার জল নয়
তথাস্তু তোকে বৃষ্টি আকাশ চিরকাল।   

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...