Tuesday, June 23, 2015

আলাপী আভা

আলাপী আভা
............. ঋষি
==========================================
সমস্ত আলাপী আভায় আজকাল ষড়যন্ত্র
যন্ত্র নামক বিষাক্ত  পশুর থাবায় আটকে আছে নিসঙ্গতা।
সকলেই একলা হয়ে থাকে
কেউ কেউ একলা হয়ে যায়।
আলাপী আভায় মিডিয়ার চুম্বনে ঠোঁটের ফাঁকে তৃষ্ণা
আর বুকের মাঝে রাতজাগা সময়।

ঘড়ির মনে ফুরিয়ে যায় সময় কে তার খেয়াল রাখে
টিক টিক, টিক টিক রাতজাগা বারোটার শব্দ।
জীর্ণ কোনো প্রাচীন প্রস্তরে চোখের সামনে শেওলা
শেওলা সরতে থাকে লাল আলাপী আভা।
মেরুদন্ড বেয়ে সময় কাটাতে থাকে
ভালো লাগে ,ভালো লাগায় ,বেঁচে থাকে।
এক মুঠো রৌদ্র নিশব্দে ঢুকে পরে এসি রুমে
দিয়ে যায় জীবনের ওম।
নিসঙ্গতায় বিড়ালের পায়ে চুপি চুপি মনের চিলেকোঠায়
জড়িয়ে থাকা অদ্ভূত  ম্যাজিক।

সমস্ত আলাপী আভায় আজকাল ষড়যন্ত্র
যন্ত্র নামক বিষাক্ত আমরা আমাদের সময়ের পরিসরে।
আসলে কেউ একলা থাকতে চাই না
আসলে কেউ একলা হতে চাই না।
জীবিত মেলবন্ধনে আলাপী আভায় ভরে যায় হৃদয়ের চূড়াগুলো
সূর্যোদয় আর সূর্যাস্ত একসাথে যান্ত্রিক সময়।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...