Sunday, June 14, 2015

ব্যাঙের বিপ্লব

ব্যাঙের বিপ্লব
................. ঋষি
==============================================
রাতটাকে সত্যি রাত হতে দেখতে চাই নি কখনো
আমার চোখে জলপাই রঙের শতাব্দী।
ব্যাঙের জনন তন্ত্র নিয়ে একটা কাব্য লিখবো ভাবছিলাম
মানুষ আর ব্যাঙের দ্বিপাক্ষিক বৈঠক চলতে পারে।
একপাশে মানুষ অন্যদিকে কোলা ব্যাঙরা
নিশ্চিত একটা বিপ্লব ঘটে যেতেই পারে।

বিপ্লব মানে কি ?
অবান্তর প্রশ্ন বিপ্লব ঘুমিয়ে আছে ম্যারিনেট করা মাংসের পৃথিবীতে।
কিংবা বৃষ্টির দিনে ছাতার আড়ালে
আসলে আড়ালটা জরুরী সবসময় সাময়িক খবরের পাতায়।
এই তো সেদিন খবরকে আড়াল করে ঘুরে দাঁড়ালো রাজ্য
সি বি আই এলো ,নেতাদের ধর পাকড়াও।
কিন্তু সব ঠান্ডা এখন
দিন বদলায় ,বদলায় মানুষের চাদরে থাকা ঘুমের দাগ আশ্রয়।
কিন্তু বিপ্লব সেতো বদলের নাম
সে কি সত্যি বদলায়।

জীবনকে আমি যেভাবে দেখি
প্রশ্ন ,উত্তর ,প্রকৃতি ,নীতি ,রীতি ,দেশ ,সমাজ ,মানচিত্র।
সবটাই প্রহসন ,প্রহসন বেঁচে ফেরা
আসলে বাঁচতে সবাই চাই আমরা ,বাঁচবো বলে।
এন্টেনায় ঝোলানো ইকোটুরিজমে অনেকে ভেক বদল করি
কিন্তু ব্যাঙের বিপ্লব সে তো বৃষ্টি দিনে।
   

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...