Wednesday, June 24, 2015

সত্যি সকাল

সত্যি সকাল
................ ঋষি
=================================================
জানলার কাঁচে আছড়ে পরছে স্নেহ
অদৃশ্য স্পর্শের আড়ালে ক্ষত বিক্ষত সময়ের প্রকোপ।
সরে যাচ্ছে আলো আবারও দূরে খুব দূরে
কোনো অজানা অশনিসংকট বুকে ।
এমন বিচ্ছেদ- দৃশ্য বেলা গড়াচ্ছে ভোরের
একটু পরেই অন্ধকার হবে।

আবারও কাটবে একটা দিন
আবারও এগিয়ে যাওয়া কোঁচকানো চামড়ার ভাঁজে টুকরো টুকরো ছবি।
কোনো ভ্যাক্যান্ট ফুটবলের টিউবের মত মূল্যহীন সময়
বদলে যাবে অন্য সকালে
মাঝখানে একটা রাত ,একটা অন্ধকার রাত্রি।

যে কোনো নামের পাশে রাত্রিকে রেখে
খাঁচার হিংস্র ডোরাকাটা চিতাটা রক্ত পিপাসু হবে।
বিছানার উপর লাফিয়ে পরে হুলুস্থুলু কান্ড
ঝগড়া করবে ,কাটাকাটি করবে ,করবে রক্ত নিয়ে খেলা ,কিন্তু সাথে থাকবে
ছেড়ে যাবে না কখনো ,একলা করে মেঘলা দিনে।

বিছানার পাশে জানলাটা সকালে খুলে যাবে
অদৃশ্য স্পর্শের  আড়ালে জীবন বলবে বাঁচি ,একটুখানি বাঁচি।
সরে যাওয়া অন্ধকার তখন সময়ের কফিনে শেষ পেরেকে
বুকের মাটির নরমে  তখন আদিম সাঁওতালি নাচ।
ময়ুরের পেখম পরে ইচ্ছাগুলো নাচবে ঘুঙ্গুর পায়ে
যখন সত্যি সকাল হবে। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...