Sunday, June 21, 2015

অস্তিত্বের জীবাশ্ম

অস্তিত্বের জীবাশ্ম
................. ঋষি
=============================================
আমি  বিন্যস্ত হতে থাকি জীবাশ্মের পুনর্জন্মের মতো
চিনতে পারার নামই তো সর্বব্যাপ্তি।
আর মুছতে পারার নামই হল শোভনতা
দুষিত ,কবলিত ছোবলের বিষাক্ত যোগ্যতা নির্বোধ।
কখনো কখনো
জীবাশ্মের রেখে যাওয়া প্রাচীন শৈলী।

আমি আর আমার রহস্যের অন্ধকারে বাড়তে থাকা অঙ্কুরের
মাটি ঠেলে এগিয়ে চলেছে জীবন যাপন।
কাগজের  নৌকার মত ভাসতে থাকছি আমরা
ভিজে নোনা সামুদ্রিক ঢেউ প্রশ্ন ছুঁড়ছে কামানের মত।
এই যাত্রা পথে হেঁটে চলার নামি কি সংসার ?
অট্টহাসিতে ফেটে পরছি আমরা।
বারংবার
অথচ নিজেকে পাচ্ছি না কেন।

মস্তিষ্কের ঘুমের মাঝেও তো কিছু সময় ঘুরে ফেরে
সেখানে তো ব্রেক টাইম নেই।
যেমন ব্রেক নেই ঘড়ির কাঁটার সময়ের
অন্তহীন যাত্রা ,,,হেঁটে চলেছে সত্যতা।
সত্য কোনো শব্দ নয়
সে অস্তিত্বের জীবাশ্ম নিজের মাঝে ন্যারাটিক ভিউতে। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...