Saturday, June 27, 2015

পোকাদের আনন্দে

পোকাদের আনন্দে
................... ঋষি
=============================================
পোকারা জন্মাচ্ছে পোকারা ঘুরছে আর পচা গন্ধ
চারিদিকে মল ,মুত্র, পুতি গন্ধময় নর্দমার জল।
সেই জলে পা দিয়ে হাঁটছে সকলে
সেই জলে পা দিয়েছিলেন স্বয়ং জেসাসক্রাইস্ট।
শতাব্দীর আগুনে ঈশ্বর পুড়ে গেছেন
শুধু আগুনের ছাইয়ে বদমাইস পোকারা।

আগুন জ্বলছে না
চিতার কাছে জ্বলছে চামড়ার গন্ধ ,পুড়ে যাওয়ার সাদা শোক।
মানুষ ভুগছে পেটের রোগ ,চামড়া রোগ ,হৃদয়ের রোগে
মানুষ কাঁদছে বারংবার পোকাদের উপদ্রবে।
মোমের মিছিল ,সস্তার মিছিল ,প্রতিবার আগুনে পিস্তলের কার্তুজ
পোকারা কামান দাগাছে মুহু মুহু শব্দে কাঁপছে অস্তিত্ব।
পোকারা আঙ্গুল নাড়াচ্ছে গিলোটিনে মাথা মানুষের
পোকারা মাথা নাড়াচ্ছে মানুষের কান্নার শব্দে।
আরামে বসে পিন্ডি চটকাচ্ছে
মানুষ কাঁদছে।
পোকারা শক্তিমান ,পোকারা বির্যমান,পোকারা জীবিত
মানুষ মৃত মানুষের অন্তরে।

সূর্যের নীচে হাড়গুলো হয়ে যাচ্ছে  গুড়োগুড়ো
মানুষের হাড়ে পোকাদের বাস ,পোকাদের খিদে ,পোকাদের সমাজ।
হাড় কাটা গলি ,হাড় কাটা আমন্ত্রণ ,করাত চলছে
মানুষের মাংসে,মানুষের অনুভূতিতে ,মানুষের সম্পর্কে।
ঈশ্বর এগিয়ে যাচ্ছেন পিছনে মানুষ
সন্ধ্যা নামলো এখুনি অন্ধকার আসছে পোকাদের আনন্দে। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...