Saturday, June 20, 2015

নতুন বাঁচা

নতুন বাঁচা
.................. ঋষি
==============================================

আজ সারাক্ষণ যতবার একলা হয়েছি
বেড়িয়ে এসেছে এক লম্বা শ্বাস এক লাফ দিয়ে দীর্ঘশ্বাস।
নিজেকে সংযত করে লুকিয়ে রেখেছি ঘুমের ঘোরে
আসলে প্রত্যেক ঘুমের পাশে একটা দিন জেগে থেকে।
আর ঘুমের ভিতর একটা স্বপ্ন
নতুন বাঁচার।

জীবিত থাকার মানে লুকিয়ে থাকা ইচ্ছাদের নিজের  মাঝে
এস্কালেটরে জীবন দাঁড় করিয়ে দেখেছি।
ইচ্ছারা টপকাতে থাকে নিজের দূরত্ব  অবহেলায়
আর জীবন দাঁড়িয়ে থাকে অপেক্ষায়।
নতুন কিছু নয় ,নতুন কখনই নই একলা দাঁড়িয়ে থাকা
খোলা আকাশের মাঝে।
দিকচক্রবালে দেখা যায় স্নেহের মুখগুলো বাঁচার মতন
পুকুরের তলায় ডুব সাঁতার দিয়ে দেখেছি জমা শেওলা।
তুলতে চেয়েছি শেওলা হৃদয়ের মাটিতে
ডুবে গেছি আরো পাঁকে,
মনে করলেই  এক লম্বা শ্বাস এক লাফ দিয়ে দীর্ঘশ্বাস।

আজ সারাক্ষণ যতবার একলা হয়েছি
ফেসবুক পাশ থেকে ডেকে উঠেছে ঝিঁঝি পোকার মতন।
দু একটা উইপোকা খুঁড়ে ফেলেচে নরম মাটি
নিজস্ব পোস্টারে পলিথিনে মোড়া সানগ্লাস আড়ালে।
নিজেকে বড় একলা লেগেছে বেঁচে থাকায়
নতুন বাঁচায়।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...