Friday, October 16, 2020

সেলিব্রেটি




সেলিব্রিটি
.. ঋষি 

ফিরে আসা সময়ের কাছে প্রশ্ন
আমরা আসলে কেউই সাধারন হতে চাই না, 
সকলেই সাজিয়ে গুছিয়ে নিজেকে সেলিব্রেটি দেখতে চাই। 
এই যে যিশুর মূর্তির মুখে রোমান আদল
বুদ্ধদেবের মূর্তির মুখে গ্রিক আদল
ধনীর বখাটে ছেলের টি-সার্টে চে গ্যেভারার মুখ
এগুলো হলো মানুষের সাজানো গোছনো ইতিহাসের  ট্র্যাজিডি। 
.
আসলে সত্যি আমরা কেউ সাধারন হতে চাই না
আমরা সামান্য মানুষকে অসামান্যরুপে দেখতে চাই 
কিংবা অসামান্যকে চাই না সামান্যরুপে। 
আসলে আমরা বিশ্বাস করি রাংতায় মোড়া  বিজ্ঞাপনে 
আমরা বিশ্বাস করি চোখে দেখা সময়কে
কিন্তু আমরা গভীরে কেউ যাই না
ভাবি না
সময় আজ বাতাসের থেকে পলকা বুদবুদ মানুষের সফরে। 
.
আসলে আমরা কেউ সাধারন হতে চাই না
তাই সিনেমার পর্দায় গরীব ছেলেটাকে বড়লোক বাবার  বিরুদ্ধে
ভালোবাসায় জিতে যাওয়া নিয়ে আনন্দে ভাসি , 
কিন্তু পাশের বাড়ির ছেলেটাকে অন্ধ মেয়েকে বিয়ে করায় পিঠ থাপড়ায় না
পিঠ থাপড়ায় না রিক্সাওয়ালার ছেলে মাধ্যমিকে টপ করায়। 
তাই আমরা রোমান শহরের নাজারেথ গ্রামের একজন ইহুদী কালো পাথর মিস্ত্রীকে
 ইতিহাসে ফর্সা যীশু বলে চিনি,
তাই আমরা গৌতম বুদ্ধকে
  কপিলাবস্তু শহরের একজন সমৃদ্ধিশালী কৃষকের পুত্র নয়
রাজপুত্র বলে চিনি , 
তাই আমরা কৃষ্ণকে কোন সাধারন মানুষ না দেবতা বলে পুজী। 
আমরা বড়াই করি  মানুষ সভ্যতা তৈরি করে
কিন্তু বিশ্বাস করি সভ্যতা মানুষ তৈরি করে। 
আমরা হাত দিয়ে ভাত খেলেও 
বিশ্বাস করি সেলিব্রেটি হলে হাতে ভাত খেতে হয় না।  
 

 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...