Friday, October 2, 2020

প্রশ্ন ?

 


প্রশ্ন ?

... ঋষি 

.

যোগী কি মোদী সেটা কথা নয় 

কে কার বাবা ,কে কার ঠাকুরদা সেটাও কথা নয়,

উত্তরপ্রদেশ কি অরুণাচল প্রদেশ কিংবা পশ্চিমবঙ্গ 

ভারবর্ষ ,আরব কিংবা আমেরিকা এগুলোও কোনো প্রশ্ন নয় 

প্রশ্ন হলো  

এমনটা হবে কেন  ?

.

সতী কিংবা সতীত্বের কথা নয় 

ভার্জিন কিংবা ভার্চুয়াল সেটাও কথা নয় ,

বেশ্যা ,গৃহস্থ সংসারী ,কলেজটুডেন্ট কিংবা বৃদ্ধা কোন 

রাত্রি ,সকাল ,দুপুর বিকেল এগুলোও প্রশ্ন না 

প্রশ্ন হলো 

এমনটা হবে কেন ,বারংবার  ?

.

পুলিশ আছে ,গদি আছে ,বলিযুড আছে ,সাদা ,কালো রং আছে 

বাড়িতে মা আছে ,বোন আছে ,স্ত্রী কিংবা প্রেমিকা 

আরে একটা নিজস্ব যোনি থাকতে পারে ,নাও পারে 

আপনি মদ্যপ হতে পারেন, নাও হতে পারেন

এগুলো কোন প্রশ্ন নয় 

প্রশ্ন হলো এই বিংশ শতাব্দীতে নারীরা কত সুরক্ষিত ?

ধর্মাবতার গত ১৪ দিন একটা মেয়ে হাসপাতলে লড়াই করলো মৃত্যুর সাথে 

হতে পারে সে আদিবাসী , হতেই  পারে সে গরিব 

হতে পারে সে একটি নারী শরীরের অধিকারী 

এগুলো কোন প্রশ্ন নয় 

প্রশ্ন হলো

একজন মহিলাকে তার মনের বিরুদ্ধে কি করে ধর্ষণ করা যেতে পারে ?

কি করে পুলিশ নির্যাতিতার লাশ কেরোসিন তেলে পুড়িয়ে দিতে পারে ?

এটা কোন দেশ ?

এটা কোন সমাজ ?

এটা কোন সংস্কৃতি ?

এটা কোন সময় যখন আমরা সাধারণরা শুধু মুক ?

.

প্রশ্ন হলো 

একবার না বারংবার ,

উত্তরপ্রদেশ ,দিল্লী ,পশ্চিমবঙ্গ আর কত দিন ?

আর কত দিন মেয়েরা এইভাবে নিয়মিত মুখোমুখি হবে সময়ের ভয়াবহতার ?

আর কতদিন আপনি বলবেন আমার দোষ না 

দোষী বলবে আমি বুঝতে পারি নি ?

আর কত দিন মেয়েদের শরীরটা শুধুমাত্র পুরুষের অধিকার হয়ে থাকবে ?

আর কত দিন আমার শহর ,দেশ 

সর্বোপরি আমরা 

চুপ থাকবো ,

অপেক্ষা করবো আগামী একটা ধর্ষণের ?





No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...