Wednesday, October 21, 2020

তুমি জাগবে কি




তুমি জাগবে কি? 
..  ঋষি
রাত ভোর হয়ে যাচ্ছে
কাল জেগে ছিল সবাই তোমার মাথায় সিলিং পাখা,জানলার পর্দা
বারান্দার কোনে রাখা ছোট বুক কেস
তোমার সিঁড়িতে অযত্নে থাকা বইগুলো। 
জেগেছিল সারা শহর, শহরের বাতিস্তম্ভ, রাতে ঘরে না ফেরা সময়
আর  জেগেছিল ভাবনারা। 
.
সময় শুয়ে ছিল দ এর মতো করে
দ এর বুকে ঘুমিয়ে ছিল  সময়ের সন্তান, 
চোখের নদীর পাশে জেগে ছিল শিকারী মন 
হাতে তার তীর, ধনুক
আর চোখে ধৈর্য্য। 
.
সব কথা বলা হয়ে গেলে 
শুয়ে থাকা মৃতদেহে আর কোন স্বপ্ন বাঁচে না। 
কাল সারা রাত এ যুগের অসুখের শব্দগুলো জেগে ছিল 
আমার বুকে, 
তোমার সৌ্র মন্ডলে তখন আকাশের চাঁদ 
এক ফালি হাসি নিয়ে। 
আমিও হাসছিলাম খুব 
টুংটাং  শব্দে সময়ের পাহারাদাররা সময় বলে গেল
রাত ভোর হয়ে যাচ্ছে, 
চোখ জ্বালা করছে 
মাথা ভারী-ভারী 
কন্ঠ শুনতে পারছি তোমার - হাসির শব্দ 
আচ্ছা আমার যদি আর ঘুম না আসে আর
যদি আবারও জাগি অন্য রাত
তুমি জাগবে কি? আমার সাথে। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...