ভালোবাসার এক্সপায়ারি
.... ঋষি
.
তোমাকে ভালোবাসি বললে প্যানপ্যানে কান্না মনে হবে
মনে হবে ,কি মনে হয় জানি ,
আসলে পুরুষ প্রাচীন মন্দিরের মতো অসংখ্য নারীকে ছুঁয়েছে
কিন্তু অভিলাষে বাস করা পৌরুষত্বের দন্ড
অনিয়মিত হিসেবে কষেছে নারী মন্দিরের ধ্বজায়
সেখানে ভালোবাসা পুজোর শুকনো ফুল
ভেক বদল করে ঈশ্বরের দরজায়।
.
বড়ো শক্ত হয়ে গেলো কবি
কি করবো ? জানি চলন্তিকা ,
কোলকাতা প্রেমের শহর কিনা জানি না
তবে কলকাতার রাস্তায় ফুটপাথে খুব সহজে তুমি পেয়ে যাবে
নারীদের বুকের কাপড়।
তুমি জানো কি ?
একলা হওয়ার পরামর্শে বাড়তে থাকে আমার শহর
কখন যেন আমার অজস্র প্রেমিকার দীর্ঘশ্বাস ফেলে ,
ডাকা হয় ফেলু বাবুকে ইনভেস্টিকেশনে
ফেলু বাবু চারমিনার জ্বালিয়ে তোপসেকে বলেন
বুঝলি তপসে পুরুষের ভালোবাসা মেয়েদের বুকে ঢাকা থাকে।
তোপসে মাথা নাড়ে
অথচ কাবিলিয়াত শব্দের মানে বোঝে না
বোঝে না মেয়েদের বুকের ঢাকনা খুললে কি হয় ।
.
তোমাকে ভালোবাসি বললে প্যানপ্যানপেনে কান্না মনে হয়
জানি ভালোবাসারও আজকাল এক্সপায়ারি আছে ওষুধের মতো ,
তবু তোমাকে বলা চলন্তিকা
ভালোবাসি শব্দটা আসলে একটা হাহাকার
যারা ভালোবাসে তারা জানে ভালোবাসলে সকলেই রুগী হয়ে যায়
পুরোনো টেলিভিশন ডেড হওয়ার মতো
তাদের পৃথিবীর বাটন হঠাৎ কেন জানি অচল হয়ে যায়,
তাদের ভাষা বিক্রি কমে যায়
বেড়ে যায় সিগারেটে পোড়ানো সময়।
.
আসলে কোলকাতা কেন ,সমস্ত শহর নগর বন্দর
আমার প্রেমিকার শহর ,
যেখানে পোশাকে ঢাকা মন্দিরগুলোতে পুরুষ নাবিক কম্পাস ঘোরায়
মেপে ফেলে স্তন ,মেপে ফেলে উরুর উষ্ণতা
অথচ মন্দিরের গভীরে গিয়ে হারিয়ে যায় হঠাৎ পরাক্রমী ব্যাকুলতা ,
তখন শনিবারের মাংস রবিবারে বাসি হয়ে যায়
বর্ষার জন নিরস্ত্র হলেও মন্দিরের শরীর ভেজায়
আর মন বলে এক্সপায়ার ভালোবাসার কথা।
No comments:
Post a Comment