৪২ মিনিট
... ঋষি
.
৪২ মিনিটের কথোপকথনে কি বলতে পারে কোনো পুরুষ
কিংবা কোন নারী।
শুধু রৌদ্র শুকিয়ে পথ চলা জীবনে
অনেক তোলা অংক আজও ভীষণ সরল,
কারণ নারী আর পুরুষের উর্ধে কিছু বাসা বেঁধে থাকে
মন
মানুষের মন।
.
মন যেখানে
শরীর থাকে
থাকে টিয়া রঙের স্বপ্নের চোখে অনেকটা সঙ্গমের মতো কিছু ,
কিছু স্বপ্ন পুরনো হয়েও নতুন ভীষণ আজও
আমাদের কথোপকোথনগুলো
ধনুকের শরের মতো কিছু লক্ষভেদে
পাথরের চোখে।
.
৪২ মিনিটের কথোপকথনে কি বলতে পারে কোনো পুরুষ
কিংবা কোন নারী।
প্রেম শব্দটা যেখানে ছোট লাগে বড়ো
মানুষের শরীর পুরনো তখন বড় ,
কিন্তু কিছু একটা থাকে
না বলা সময়ের সফরে অপেক্ষা বলে কোনো অভিধানে।
চারদিকে এত শত লোক অবাক বিস্ময় নিয়ে
তাকিয়ে দেখে আজও ফুসফুস থেকে নির্গত ধোঁয়ায় অন্য মুখ
আমার যুদ্ধশান্তি আর অবতরণ নক্ষত্র ,
নক্ষত্র বুকে অপেক্ষা শত সহস্র যুগ
জানি
কেও বুকের গভীরে মাথা রেখে দৃষ্টি রাখে
ভালোবাসে।
No comments:
Post a Comment