Wednesday, October 21, 2020

একচেটিয়া



একচেটিয়া
... ঋষি 
একচেটিয়া দুঃখগুলো করোও একার নয়
একার নয় পাহাড়ের নিস্তব্ধতা ,নদীর শব্দ ,গাছেদের দীর্ঘশ্বাস ,
এক পর এক ঝড় ভেঙে দিতে পারো হাজারো মন
কিন্তু মনের অধিকার কারোর একচেটিয়া নয়
একচেটিয়া নয় কাছের শব্দগুলো
সবটাই বেড়ে ওঠা শহরের প্রতিদিনকার দীর্ঘশ্বাস।
.
ঘর ভাঙবে -গাছ ভাঙবে -নৌকাডুবি হবে
ভেসে উঠবে মৃতদেহ ,
এই একটাই পরিণতি যেখানে ভাবনাগুলো জট বেঁধে যায়
আর তারপর
সময়ের শব্দগুলো ,অভ্যেসের আয়নায় হারিয়ে যায়
হারিয়ে যেতে হয়।
.
মনখারাপ -একদম নয়
বাড়ন্ত উপসর্গে আমি তুমি আমি কাব্য কিংবা সময়ের চরিত্রে বনসাই, 
ঘরের ছোট্ট কোনে আমাদের বাস 
ঠিক এমনি আমাদের বাঁচার অভ্যাস
আসলে একচেটিয়া কষ্টগুলো কারো একার না
ভালোবাসা কখনই কোন কারণ না 
তবে প্রয়োজন বটে,
থাকার অনুভুতি, ভাবনার গতি অভ্যেসে একলা বনসাই
ঘরের কোনেই কখন যেন প্রাচীন হয়ে যায়। 
প্রাচীন কাব্য 
একচেটিয়া ভালোবাসা কারও একার নয়
অথচ 
কি অদ্ভুত
ভালোবাসলে মানুষ পেয়ে যায় একচেটিয়া অধিকার।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...