Tuesday, October 20, 2020

শুভ শারদীয়া ১৪২৭

 


শুভ শারদীয়া ১৪২৭

.... ঋষি 


শুভেচ্ছা ও শুভ অবস্থান 

উৎপাদনে মানুষ লিখে চলেছে আবার একটা উৎসব 

অন্ধকার ইতিহাসে। 

মানুষের বেঁচে থাকা ,সময়ের সাথে থাকা 

সূর্যের পূর্ব থেকে পশ্চিমের একটা দিন বদলের গল্প 

কিছুটা উৎসাহ মানুষে। 

.

কি বদলাবে উদযাপনে  ?

মানুষের স্বপ্নপূরণ ,সবুজ টিয়ার সংসার ,মধ্যবিত্ত মানসিকতা ,

কাল খবরের শুনলাম চিৎপুরে সেই পাগলিটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

বাড়িতে স্ত্রীর মুখে শুনলাম পাশের বাড়ির ভাড়াটিয়া সংসার না চালাতে পেরে গলায় দড়ি দিল , 

তবুও জানো  চলন্তিকা উদযাপন চলছে যুগে যুগে 

তবুও  জানো মানুষ খুঁজছে একটু নিঃশ্বাস 

একটু বিশ্বাস সময়ের পোড়া কবরে।  

.

বোধন থেকে বিসর্জন 

স্বপ্নপূরণের কটা দিন মানুষ হাসতে চাইছে ,

হাসতে চাইছে সেই ছ বছরের শিশুটা ,

হাসতে চাইছে হাতিবাগানের সেই রিকশাওয়ালা লোকটা 

হাসতে চাইছে আরেকবার একটা গোটা শহর 

বাঁচতে চাইছে 

বলতে চাইছে সকলেই 

আমরা তো ভালো থাকতে চাই মা ,

আমরা তো বিশ্বাস করতে চাই সময়কে ,নিজেদের মানুষকে 

আমরা তো ভালোবাসতে চাই জীবনটা 

কিন্তু  ........

.

যাই হোক 

শুভেচ্ছা ও শুভ অবস্থান ,

এই কবিতা শুধু মানুষকে জন্য ,মানুষের ভালো থাকায় ,

এই কবিতা শুধু চলন্তিকা তোমার জন্য ,

এই কবিতার বিশ্বাসের 

এই কবিতায় আমি বলতে চাই তোমায় 

শুভ শারদীয়া ১৪২৭। 


No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...