Thursday, October 22, 2020

ফিরতে চাইছি

 ফিরতে চাইছি 

..... ঋষি 

.

শুনতে পারছি না 

শুনতে চাইছি না 

শঙ্খের শব্দ ,হৃদয়ের ঘর ,অন্ধকার থেকে আলো ,

যুগ থেকে যুগান্তরে এগিয়ে যাওয়া মানুষের বোধ 

শব্দহীন হও 

তুমি বুঝছো সময়ের জ্বর ,একটু আসতে বলো ,কোয়ারেন্টাইন আছি 

শুনে ফেললেই সমাজ মৃত্যু। 

.

কঠিন সতর্কতা 

অনিশ্চিত সময়ের জ্বর ,কে শুনছে ,কেন শুনছে না 

জল ,স্যানিটাইজার আর সময়ের কৃত স্বর। 

অনবদ্য শরৎ 

জীর্ণ ঠোঁটের ফাঁকে আটকে আছে মানুষের আকুতি 

এতে গন্ধপুষ্পে নমঃ নারায়ণায় নমঃ , 

এতে গন্ধপুষ্পে নমঃ শ্রীগুরবে নমঃ  ,

এতে গন্ধপুষ্পে নমঃ গণেশায় নমঃ , 

এতে গন্ধপুষ্পে নমঃ দুর্গায়ৈ নমঃ। 

.

শুনতে পারছি 

ঠান্ডা বাতাস ,ঘামে নষ্ট মানুষের সমাজ ,অনবদ্যের ছন্দে উপস্থিত 

তুমি ,আমি ,আমরা 

পাশাপাশি দাঁড়িয়ে ফিরে আসতে  চাইছি 

পুরোনো বাঁচায়। 

জড়িয়ে ধরতে চাইছি চলন্তিকা তোমাকে পিছন থেকে 

লালপেড়ে শাড়ি ,কপালে সিঁদুর ,সময়ের ইচ্ছে 

চুল ছড়ানো ,শহরের ভিড়ে ,

ইরেজ 

ইরেজ 

ইরেজ 

হাত ধরে ঘুরতে চাইছি শহরের উৎসবে মুহূর্তকে সাক্ষী করে। 

তবুও মন্ত্র বাজছে দূরে ,তার ছেঁড়া উৎসবে 

ঝাপসা আলোর ভিড়ে 

আজ বিসর্জনের সুর 

শব্দহীন হও 

তুমি বুঝছো সময়ের জ্বর ,একটু আসতে বলো  ,কোয়ারেন্টাইন আছি 

শুনে ফেললেই সমাজ মৃত্যু। 



No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...