Saturday, April 2, 2022

হিসাব

 


হিসাব 

.. ঋষি 

হিসেবের জটিলতা ক্রমশ বাড়তে থাকে আমাদের

ক্রমশ দেনার খাতা আমাদের জীবনটাকে গিলে খায় ,

মনে হয় একদিন সকাল হবে না ,সূর্য উঠবে না

একদিন কিছুতেই আর ঋতু বদলাবে না, 

শুধু দেনার দায়ে মৃত্যু খুঁজবে বারুদ 

সেদিন  বারুদের সেই বিস্ফোরণ, অনবদ্য হত্যা প্রেমের । 

.

বিশ্বাস করতেই হবে তোমার হৃদয়ে ডুব দিচ্ছে বিকেলের খোলা জানলায়  

আর জানলায় লোকানো স্মৃতিপট 

টাইটানিকের শেষ সেই দৃশ্যে,

নিয়মিত একটা সভ্যতার ছবি আঁকার চেষ্টা করে নাগরিক ফুটপাথ  

অথচ ফুটপাথে লাগানো সস্তা সিনেমার বিজ্ঞাপনে 

জীবন হাততালি দেয়,দুঃখগুলো গিলে খায় 

মানুষ আর মানুষের সিনেমায়    ।  

.

হিসেবের বাড়ন্ত খাতায় অনেকগুলো ফটোফ্রেম  মানুষের

পলাশের লাল বুক ছিঁড়ে বসন্ত কাঁদছে আকাশের বুকে

এটাও একটা ফটোফ্রেম ,

অনুভূতি বলে নারী শরীর আর ভালোবাসার তফাৎ 

মানুষের  না ঘুমোনো চোখের অসুস্থতার বলিরেখা। 

হারানো বসন্তরাও কথা বলে ইদানিং মুদ্রাদোষে কবিতায়  

ভা লো বা সা য় ,

তুবুও নিয়ম করে সাম্প্রদায়িক দাঙ্গায় ঠিকানা হারায় সত্যি 

মানুষ মিথ্যে বলে দেনা না শুধতে পারলে 

মানুষের চিতাকাঠে সময়ের ঝলসানি ,

আসলে চামড়া পোড়ে রোজ মানুষের 

শুধু পোড়ার গন্ধটা পাওয়া যায় না । 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...