Sunday, April 10, 2022

ছাদ

 ছাদ 

.... ঋষি 

একটা ছাদ 

    তোমরা বলো আকাশ ,

খোলা মাঠে দাঁড়িয়ে তাকিয়ে থাকি দিক্চক্রবালে 

     তোমরা বলো পাগল দিন যে ফুরিয়ে যায় ,

পরস্পরের হাত ধরাধরি ,মুখ চাওয়া চাওয়ি ,ক্রমশ ডিলিট হওয়া ছায়াছবি 

তোমরা বলো সম্পর্ক বোধহয় আরো স্বচ্ছ হলো। 

.

মিথ্যে স্বচ্ছতা 

একটু কান্না তলিয়ে যায় শেষ হয়ে যাওয়া নদীর পলিতে 

তুমি হাসছো ,তোমরা হাসছো 

এই কবিতার নিঃশ্বাসে লেগে আছে অনেকটা বেঁচে থাকে ,

তোমাদের হাসি আর আমার কান্না

এই হলো আসলে সম্পর্ক বলে একটা মিথ্যে সাজগোজের বেশ্যার গলি। 

.

সেই এক মাটি 

  তোমরা মেঝে বলো ,

                   আমি বলো এক বর্গফুট জমি দরকার 

      শুধু এক বর্গফুট 

দাঁড়াবার জন্য ,কিংবা বাঁচবার জন্য তার থেকে বেশি কি দরকার। 

       তোমরা সহাস্যে ঘোষণা করো আমার মৃত্যুর দিন 

তোমার বাঁচো 

      আমি তো মৃত মানুষেরই কবিতা লিখতে চাই 

বদলানো দিনে 

     সম্পর্কের নথিতে বাউলের শব্দগুলো ছুঁতে চাই। 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...