Thursday, April 21, 2022

পুনর্জীবন



 পুনর্জীবন 

,,,, ঋষি 


একটা রাত্রির জন্য অপেক্ষা কিংবা প্রশ্নের 

                   প্লাস্তিকবিহীন  রজনীগন্ধা আঁকা

কোনো এক সমাপ্তির অধীর অপেক্ষা।  

                              জ্যোস্নায় ভেজা পর্দার ধূসর রঙ 

এ জীবন পুরোনো বারান্দার শ্যাওলার মতো প্রমান রাখতে চায় 

একটা অসমাপ্ত বিলাসবহুল বাঁচার।  

.

তোমার ঠোঁটের লবঙ্গগুলো ফুরিয়ে যাক 

এই আশায় ,

প্রাচীন বীণার তারে মৌসুমী প্রেম আবার পুনর্জীবিত হোক 

ময়দানে নামুক সেই পুরোনো প্রেম ,

ভুলতে চাই বারংবার 

আমরা সকলেই ভীষণ একা নিজের নিজের কাছে। 

.

 নিবিড় খোঁপার ভেতরে তোমার ধারালো ছুরি

কিছু রেড স্পট পেরিয়ে পৃথিবী শুয়ে আছে আমার গভীরতায় 

ঐখানে যেয়ো না 

            না আমার মত বলবে না তোমাকে কেউ,

এই পৃথিবীতে প্রতিটা বসন্তে মুখোশ ছাড়া হাসতে চাই যারা 

তাদের জন্য এই কবিতা। 

আমার মতো সমাপ্তির অপেক্ষা শুয়ে আছে যাদের বুকে 

                     তাদের জন্য কিছু শব্দের আদানপ্রদান আরও গভীরে, 

আসলে যারা সম্পর্ক বলে  ভুল করে 

ভালোবাসার ,তারও তো মাপকাঠি আছে 

শুধু ভালো -বাসা বলা যায়। 




No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...