মৃত মানুষের গল্প
... ঋষি
দেওয়ালের গায়ে অনবরত টিকটিক
ঘড়ির বা দেওয়ালের ফাঁক থেকে হবে ,
অন্ধকারে দেখা যায় না ভালো
তবে বোঝা যায় মায়ের থেকে মাসির দরদ বেশি ,
সব কথা শেষ হয়ে গেলে ,ভালোবাসা বদলালে
ঘৃণার গায়ে অনবরত লেগে থাকে বিষাক্ত মুহূর্ত।
.
চিন্তার মৃতদেহ পরে আছে আগামীর জন্মে
বহুদিন মরে হেজে লেপ্টে আছে পচা গলা স্পর্শ সময়ের গায়ে
শেষ একটা গল্প শুনেছিলাম সেই কৃষ্ণচূড়ার নিচে
আর গল্প শুনতে চাই না ,
এইবার একটা সাহসী গল্প লিখতে চাই
কোনো ঈশ্বররুপী মৃত মানুষের গল্পে।
.
অনেকদিন আলো জ্বালানো হয় নি অন্ধকার লম্বা বারান্দাটার
জানি এ সব কথা অন্তঃসারশুন্য,
সারাতারাত কেটে চলেছে একটা মানুষ চেনার গল্পে
চিনতে পারছি না তাকে ,
শুধু বুঝতে পারছি একজন মৃত মানুষ মরন কামড় দিতে ব্যস্ত
সে ধ্বংস করছে তাজমহল অতিমাত্রায় দূষণে।
আমি বুঝতে পারছি ঠিক
তবু চোখ বন্ধ রেখেছি
কারণ মৃত মানুষের গল্পে শুধু অতীত থেকে যায়
আর ভবিষ্যৎ সে তো শুনতেই পারছি দেওয়ালে কান রাখলে
টিক ,টিক ,টিক। ..... বিরক্তিকর।
No comments:
Post a Comment