না ফুরোনো শহর
... ঋষি
কলকাতা আমার প্রিয় শহর
যদিও কলকাতার বুক জুড়ে আজও হারানো ট্রামলাইন
যদিও কলকাতার বুকে প্রায় হারানো সেই হলুদ ট্যাক্সি
তবে চিৎকারটা ঠিকঠাক আছে
ঠিকঠাক আছে এই শহরের পড়ন্ত রৌদ্রের গড়ের মাঠ
কিংবা ভিক্তোরিয়া ঘেঁষা বাদাম চেবানো প্রেম।
.
কলকাতা বদলাচ্ছে
যেমন বদলাচ্ছে সি বি আই রোজ রাষ্ট্রের ষড়যন্ত্রের হাতে
এখন টিভিতে সেই প্রভাতি সুর নেই
শুধু সারাদিন ব্যাপী ব্রেইন ওয়াশ আর টাকার বিজ্ঞাপন
এখন আর খবরের কাগজ পড়ে না বেশিরভাগ
সকলেই এখানে খবর হতে চায়।
.
কলকাতা আমার প্রেমিকার শহর
গঙ্গা ঘেঁষে মেয়ে ,তার বুকে আমি নাবিকের কম্পাস
তার স্তন পুরুষলোক ,সাজতে থাকে গভীর সমুদ্র।
এই শহরে এখন সবাই উঁচু স্বরে কথা বলে
এখন এই শহরে বই বিক্রি কমলেও ,বেড়ে গেছে বইয়ের সংখ্যা
এখন এখানে আর কেউ কবিতা লেখে না নিজেকে ছাড়া
বিনয় ,বাদল ,দীনেশ অনেকদিন মরেছে রাইটার্সে।
এখন এই শহরের বৃষ্টির জল খুব ধারালো
এখন এই শহরের মানুষগুলোর সব মনখারাপ
কিন্তু লেগে আছি তবু আমি এই শহরের গায়ে
লিখছি রোজ শহরটাকে
কারণ এই শহর এখনও ফুরোতে জানে না।
No comments:
Post a Comment