Thursday, April 21, 2022

তাজমহল

 তাজমহল 

... ঋষি 


এখানে একটা মাঠ ছিল অনেকদিন আগে 

সেখানে সারাদিন অক্লান্ত পরিশ্রম ,তারপর সুখ ছিল 

ছিল গাছের পাতায় শান্তি ,

সেখানে শরীর ছুঁয়ে ছিল সুখ ,পায়ের তলায় ভিজে সমুদ্রের বালি 

সেখানে মহাভারতের চরিত্ররা ঘুরে বেড়াত 

ঘুরে বেড়াত আফজান ফকির খালি পায়ে। 

.

এখানে একটা মাঠ ছিল অনেকদিন আগে 

সেখানে ছিল আলতা পায়ে হাঁটা প্রথম নারীর চোখ 

ছিল সম্ভ্রম ,অভ্যর্থনা 

ছিল মন খুলে ভালোবাসা ,ঘাসের খুনসুঁটি 

উষ্ণ শহরের রাতে তখন বিস্তীর্ণ কোনো নদী 

তার কুল কুল শব্দ আজও আমি শুনতে পাই। 

.

এখানে সেই মাঠে ,একটা সাদা ধবধবে স্মৃতিচিন্হ , তাজমহল

তুমি আমাকে হারিয়ে দিলে 

তৈরী হলো তোমার সাধের তাজমহল 

আর সেই মাঠ যেখানে স্বপ্ন ,যেখানে শান্তি ,যেখানে ভিজে বালি 

সব ছু মন্তর 

নেই কিছু 

শুধু আমি অমর হয়ে গেলাম 

            কিন্তু বিশ্বাস করো এমন করে আমি অমর হতে চাই নি।  


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...