Thursday, April 14, 2022

দরজা

 দরজা 

... ঋষি 


চলে গেছো বহুদিন ঘরের দরজা আলগা করে 

কিন্তু উচিত ছিল তোমার দরজাটা ভেঙে যাওয়ার,

অনেকদিন তো বসন্তের উষ্ণ বাতাসকে ভালোবাসা 

আর ভালোবাসাকে নিজের বাড়ি বলে ভাবা। 

.

বুঝলে তো অনেকদিন 

সময়ের বিরহ অনবদ্য তালে পায়ে পায়ে মিথ্যে ছুঁয়ে 

অনেকদিনতো সকালকে ঈশ্বর বোধে পুজো করা 

এবার না হয় ভুলে যাওয়ার পালা ,

কিন্তু মানুষ ভুল করে 

        অথচ জানিনা না ভুলগুলো ভুলতে পারে না কেন ?

.

এখন কিছুক্ষন একলা থাকতে চাই আমি 

এখন কিছুক্ষন খোলা দরজার উপর একলা বসতে চাই 

           অনেক ভুলের ঘর করা হলো 

একটা মিথ্যেকে সত্যি ভেবে 

                সত্যিকে একলা করা হলো। 

নদী ,পাহাড় ,উপজাতি ,সভ্যতা 

                সত্যি বলো এখন আমি কি ভাবতে পারি 

ফিরতে চাইলেও ফিরতে পারবো না 

আর বাঁচতে চাইলে 

             সত্যিকি শ্মশানে বাঁচা যায়।  

     


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...