রক্তের ছোপ
.... ঋষি
এই সময় শুধু নিরুপায় হয়ে বেঁচে থাকো
তর্কযুদ্ধের পরে আবারও কলংকিত করো কোনো নারীকে ধারালো দাঁতে
বুকচেরা অনর্থরা চিৎকার করে ফিরুক
মুখ বন্ধ রাখো
ধারালো নামটার নিচে আঙুলের ভাঁজে লিখে রাখো
আগামী কোনো সভ্যতা ধ্বংসের সমন।
.
পৃথিবীতে আজ শুধু অস্ত্রের গান
যেসব ভ্রূণে বেড়ে চলেছে আগামীর ঘুম ভাঙা সন্তানেরা
যাদের আগমন ধ্বনি কান পাতলে পাওয়া যায়
তাদের বলে দিও
এখনো জন্মানোর কি দরকার,এ যে মৃত্যুপুরী বুকে নেমেসিস্
খোদাই করছে মৃত্যুর যন্ত্রনা সাধারণের বুকে।
.
এই সব রাত কান পাতলে শোনা যাচ্ছে লোভের হুংকার
এই সব রাত কান পাতলে শুধু আগামীর ধ্বংসের এগিয়ে আসা
শুধু সময়ের রক্ত হোলির নিচে চিৎকার করছে মানুষ
আর মিনার থেকে মোটিভের পরীক্ষায়
পাশ করছে ধ্বংস।
মাটির করোটির ভিতর শুক্রাণুর বীজ পুজঁছে ধ্বংস ,লোভ আর ব্যাভিচার
সাইরেন বাজছে মাথার ভিতর
ভেঙে পড়ছে মাথার ভিতর ধাতব শব্দে যুধ্বের দামামা
আর পারছি না
মা যারা শিশুদের রক্তে ভিজিয়ে নষ্ট করছে যোনি
কিংবা সেই যোনিতে ধংস পুঁতছে চাইছে লোভী কিছু মানুষ
শরীর থেকে সভ্যতায় আজ শুধু রক্তের ছোপ।
No comments:
Post a Comment