Sunday, April 3, 2022

ভিতরের ঘর



 ভিতরের ঘর 

... ঋষি 


জলের ভিতর নৌকা 

বাঁশের ভিতর বাঁশি 

সময়ের গভীরতায় শুয়ে আছে অন্ধকার ঠোঁট 

আর তার ভিতর প্রেম। 

.

ভাবি কবিতার ঠোঁটে ভাত রাখবো 

ভাবি কবিতার ঠোঁটে মানুষ 

ভাবি কবিতার ঠোঁটে একটা রাষ্ট্র লিখবো গণতান্ত্রিক স্বপ্নে 

কিন্তু ভাবলেই পেট ভরে না 

এমন কবিতা জন্মায় না যেখানে মিস্টার ভ্যান গগ একটা ছবি আঁকবেন 

তার ছেঁড়া কানে শুধু প্রেমিকের পাগলামি। 

.

বাড়ি আছে? বাড়ি নেই? ঘরের ভিতরে আছি ? ভিতরে যে ঘর সেখানে নেই 

ভেসে যাও জলে, প্রেমিকের শহরের শব

ভেসে যায় বসন্ত রাঙা কোনো গভীর কোনো পথে

বাউন্ডুলে এক জীবনের কাব্যে বেকারের ছায়াছবি ফুটে উঠুক। 

একটা কবিতা লিখতে চাই 

জলের ভিতর ,বাঁশির শব্দে গভীরে প্রেমিকের ঠোঁটে,

মানুষ আজও কাঁদছে 

ইউক্রেন থেকে আনিস অবধি অনেকগুলো সভ্যতার পতাকা 

শুধু লোভের রক্তে ভাসছে। 

কবিতার শব্দে প্রতিবাদ আসছে 

মানুষের চিৎকারে জনতার চোখবন্ধ 

মানুষ আজও কাঁদছে 

ভাবছি শক্তি বাবুকে সাথে নিয়ে চলে যাবো অবনীর বাড়ি 

" ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভালো "।



No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...