মেনুফেস্টো
.
সময় বলেছে “কর্মন্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন”
বাক্যটি চরিত্র ভেঙে দিচ্ছে
মিথ্যা মেনুফেস্টো
লোক হাসছে, লোক হাসাচ্ছে।
.
আসলে বুকে কোন দাঁত, মুখে সাজানো মার্জিত হাসি
প্রতিবাদ কুড়াচ্ছে
আর পুড়ে মরে যাচ্ছে।
একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...
No comments:
Post a Comment