Saturday, April 2, 2022

সুখী আয়না

 সুখী আয়না 

.... ঋষি 

.

সুখী আয়না বিক্রি করে যারা 

তাদের সংসারে ঝুলোনো অনির্দিষ্ট কিছু ছেঁড়া রুমাল ,

তারা বিজ্ঞান জানে না 

জানলেও না জানার মতো করে মাথা নুয়ে শুয়ে পরে সময়ের দরগায় ,

তারা ওষুধের শিশিতে যত্ন করে নিজেদের ঘুমপাড়িয়ে রাখে 

মনে মনে বলে ভালোআছি -খুব ভালো। 

.

যারা শান্তিতে ঘুমোয় 

তারা আসলে চোখ খুলতে চায় না কিছুতেই 

কিংবা চোখ বুজে ভাবে আমরা তো হিমালয়ের পাখি ,

তাদের আয়নাতে প্রশ্ন থাকে না 

হৃদয়ের কোনো গুজব থাকে না 

তাদের কিছুতেই হয় করতে হয় না আয়নার হাসি। 

.

সুখী আয়না বিক্রি করে যারা 

তাদের খিদে মরে গেছে বহুদিন 

তারা  খিদেকে ভাঁজ করে খুব যত্নে পাউডার লাগিয়ে আয়নায় রাখে

আমাদের মতো ফলিডল খেয়ে ঘুমোতে যায় না । 

আমিও তো সুখী হতে চাই 

তবুও তাদের মুখের দিকে তাকিয়ে রাত করে বাড়ি ফিরি 

ছেলেটা জেগে থাকে 

এগিয়ে দেয় একটা ছেঁড়া রুমাল ,

রাতে শোয়ার আগে আয়নায় দেখি অন্য একটা মুখ 

ছেলে প্রশ্ন করে আমাকে 

আমাকে কেন চেনা যায় না আজকাল ?

আমি বলতে পারি না 

ছেঁড়া রুমাল। 



No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...