Friday, April 29, 2022

কবিতার পাতা

 কবিতার পাতা 

... ঋষি 


মায়া একটা টলটলে জলের পুকুর 

স্নান একটা অনবদ্য কবিতার পাতা 

 বুকের পাশে শুয়ে  আমি সর্বদা। 

জীবন থেকে দূরে একটা শরীর 

হিসেবে করে চলতে হবে প্রতিদিন 

না পাওয়ার হিসেবে কবিতার পাতা। 

এখনো তোমার স্তনে দুধ আছে 

তাই গভীরে কবিতারা মা খুঁজছে 

আমার কবিতার পাতাতে বেজন্মা জন্ম । 

তুমি আজকাল বদলানো কবিতায় থাকো 

দোষ দেও আমাকে দশের মাঝে 

অথচ আমার কবিতার পাতায় নিস্তব্ধতা। 

ঝগড়া করবো বলে কবিতা লিখছি 

তবে আজকের সংসারেরা  শুধু শব্দবাজ 

আর কবিতার পাতায় ব্যক্তিগত সংলাপ।  


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...