Wednesday, April 20, 2022

ডমরু



ডমরু
... ঋষি ঋষি 
সৌজন্যে বুকে বেঁধেছি ডমরু
অথচ বুঝতে পারছি না বাজনাটা বাজে কি করে,
প্রকৃতির কাছ থেকে শেখা 
 নারী তুমি হাজারো শতব্দীতে মোড়া দেবীরুপ
তবু বুঝতে পারছি না বাহান্ন দপ্তরে তোমায় ঘুরতে দেখে। 
.
ডেড বডিটা কোথায়? 
কজন ছিল? 
অবনী পুরনো হয়ে গেছে, তাই প্রশ্ন থেকে গেছে? 
কোনটা বাড়ি? 
সত্যি তোমার কি কোন বাড়ি আছে?
.
কে স্নেহ?  কে কবিতা?  কে স্ত্রী?  কে মেয়ে?  
কার শরীর?  
বুঝতে পারছি না মশাই আর কতবার? 
পুরুষ থেকে পৌরুষ 
বিছানার থেকে শরীর 
ওহে শিক্ষিত সমাজ,তাবড় সব মুখোশের মানুষ 
আর কত দিন? 
ওঠো, জাগো, জাগ্রত হও 
সব শালা কাব্যিক, আমিও
বুঝতে পারছি আমরা শুধু বাতেলা,ঘুমন্ত ঋতুবদল 
 বদলাচ্ছে না। 
.
তবু ডমরু বাজছে 
৷৷৷৷৷৷৷ ৷৷  পুরুষ ও সমাজ 
সৌজন্যে একটি পুরনো গল্প। 


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...