Thursday, April 21, 2022

তশরিফ

 তশরিফ 

... ঋষি 


তুমি কি উগান্ডার সেই বিষাক্ত গেরিলা  বাতাস 

নাকি নাভিকুণ্ডে রমণীর সেই জংলী সুখ 

যার আদলে কবিতারা সুন্দরী ,

শেষ অবধি লিখতে পারি নি তোমার বিষ নখের গল্পটা 

জামার আড়ালে তোমার আয়ুর যোজনায় 

ছেঁড়া বোতামের গল্পটা । 

.

তশরিফ রাখো এ দিল মে 

ব্যাস এতটুকু বলতে চায় না  এই শহরের প্রেমিকরা  

আমি শুধু উগান্ডার কালো দেশে খুঁজি এক অপ্রকৃস্থ প্রেম 

যার নাবিক আমি 

যার স্রষ্টা আমি 

শুধু কলমের নিবে প্রেমিকার শরীরে আদর লিখতে চাই। 

.

পরমায়ু ছুঁয়ে যাক তোমার বিষাক্ত দহন

সময়ের আয়ুতে বাড়তে থাকুক বিষ এই মধ্যবয়স্ক ভাবনায় 

এই শহরের প্রতিটা প্রেম আগুন জ্বালুক তোমার যবনিকায় 

তবু মৃত্যু নয় ,

কারণ তুমি যাকে প্রেম বলে ভাবো 

আমি তাকে মধ্য শতকের আফ্ৰিকার ভিক্তোরিয়ায় হ্রদের জল ভাবি 

সময় ভেঙে যাক 

জল শুকিয়ে যাক 

দুর্বলতায় আরো দুর্বল হোক সম্পর্কের লকগেট 

জানি শেষটুকু ফুরোবেই একদিন।  

  

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...