শাওনি
... ঋষি
এক অন্য সকাল আর নদীর রচনা
লিখলেই বয়ে যাচ্ছে কুল কুল নদী ,ইচ্ছা ঘোর
নদী তো স্থির থাকে না
তবে কি হবে লিখে এক অন্য ভোর ?
.
ওই ৰামধেনু মাঠে ঘোর লাগা দুপুর
শাওনি তর উদলা বুকে মুখ গুঁজি ,
লহমায় বল ধারাপাত ,এক ,দুই ,তিন
খুব লাগছিল বুঝি ,
তুই তখন ল্যিখতে বইলতিস না কক্ষনো ,চাঁইদনী রাইতের ,কবিতা
বইলেই ল্যিখতাম তোর বুকের কবিতা।
.
আরে অন্ধকার ,তোর উদলা গা
শাওনি তুই নদী হবি ?
তুই তো উদলা কইবে থ্যেকেই
তোর নাভির গা ঘিনষ্যে জমাট অন্ধকার
তুই শাওনি সেই ছাঁদনাতলার গপ্পোটা শুনলি তখন।
শাওনি রে বড় যে উদোম হয়ে শরীলে শরীল মেলালি
ক্যান রে ?
তোর ডর লাগে না পর মানুষে,
তোর ডর নাই ,তুই না বইলেও
আমি কবিতা লিইখ্যা দিমু তোর শরীলের।
No comments:
Post a Comment