Tuesday, April 28, 2015

আবছা সংকেত

আবছা সংকেত
............... ঋষি
=======================================
সে রকম লিখতে পারি নি কিছু
যাতে খিদে মিটে যায়।
কিংবা ধরো বিদ্যাদেবীর হাতে ধরাতে পারি নি
প্রিমিয়ারের টিকিটের কর্নারের সিট।
যেখান থেকে পৃথিবী দেখা যায়
লোভ ,লালসায় ব্রাতে আটকান মাংসতে।

পড়ন্ত বেলায় সবুজ পৃথিবীর ঘ্রাণে
সোনার গড়ন ধানের খেতে বুনতে চাই স্বপ্ন।
এমন কিছু ঘটে নি
আসন্ন মধ্যরাতে ঘুম থেকে উঠে ভুতের পৃথিবীতে
সাদা পাতায় আঁচড় টানি।
কিংবা সকালের প্রথম কিরণে  মোমের চাদর ছেড়ে
শিশিরে পা জীবন সুন্দর দামী ।
কিছুই বদলায় নি
শুধু মাথার ভিতর ভুতুড়ে সাজে সত্যজিত রায় বলে গেলেন
সোজা পথে থাকা চায় ,সোজা পথে থাকা চায়।

সে রকম লিখতে পারি নি কিছু
যাতে তৃষ্ণা মেতে ঠোঁটে।
বনসাই সভ্যতার যামিনী বারে নেশার পেগে
লালচে আলোয় আমি বিদ্যা দেবীকে দেখতে পাই।
আসলে সবসময় সমস্ত ক্ষণ
একটা আবছা সংকেত ,,,,, সে বুঝি পাতা ছিঁড়ে জন্ম এনে দেয়।   

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...